হিজলায় যৌথ অভিযানে জেলেদের হামলা
হিজলায় যৌথ অভিযানে জেলেদের হামলা: কোস্ট গার্ড ও মৎস্য কর্মকর্তাসহ আহত, ৭ জন আটক — ৬ জনের কারাদণ্ড, ১ জনের জরিমানা
নিজস্ব প্রতিবেদক | হিজলা (বরিশাল)
বরিশালের হিজলা উপজেলার মূল মেঘনা নদীর আলীগঞ্জ এলাকায় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে জেলেদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোস্ট গার্ড সদস্য ও মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম আহত হয়েছেন।
পরবর্তীতে অভিযান চালিয়ে ৭ জন জেলেকে আটক করা হয়। বিকেল সাড়ে তিনটার দিকে সংঘটিত এই অভিযানে নেতৃত্ব দেন কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ সাইফুল ইসলাম এবং হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। অভিযানের সময় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং মৎস্য অধিদপ্তরের একটি স্পিডবোট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার নেতৃত্ব দেন মোঃ রায়হান পাটোয়ারী, পিতা সৈয়দ পাটোয়ারী, গ্রাম উলানিয়া পাতারহাট, মহেন্দীগঞ্জ। তিনি বড়ো রামদা হাতে নিয়ে কর্মকর্তাদের ওপর আক্রমণ করেন বলে অভিযোগ রয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ জনকে ৬ মাসের কারাদণ্ড এবং বয়স কম হওয়ায় ১ জনকে জরিমানা করা হয়।
অপরদিকে, হিজলা উপজেলার বিভিন্ন স্থান থেকে আরও ৫ জন অবৈধ জেলে আটক করে প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড দেন হিজলা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ইলিয়াস সিকদার। আহত কোস্ট গার্ড সদস্য ও মৎস্য কর্মকর্তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, “মা ইলিশ সংরক্ষণে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।
কিছু অসাধু জেলে অস্ত্র নিয়ে হামলা চালালেও আমাদের অভিযান থামবে না। নদী ও ইলিশ রক্ষায় এই অভিযান আরও জোরদার করা হবে।”